আবারও যেন মৃত দেহে ফিরল প্রাণ!
আবারও যেন বদ্ধ ঘরে হল আলোর নাচন,
আবারও পাশবিক উন্মাদনা করল ভর মনে,
আবারও হবে কি নেশার উন্মোচন?
হবে, হতেই হবে, কিন্তু কবে?
হয়তো খুব শীঘ্রই,
ঘণ্টা যে বেজেছে দু প্রান্তেই,
উঠেছে মাতাল ধ্বনি প্রাণে হই হই!
ভূকম্পনের মতই কাঁপে দেহ মন প্রাণ!
হবে হবে হবে সকল ক্ষুধার অবসান!