খাঁচার ভেতর ময়না পাখী,
শুধু দেয় উঁকিঝুকি!
আকাশ পানে চায়,
মুক্ত পাখী দেখে হতাশ হয়ে যায়।
একদিন সেও উড়ত আকাশে,
নিত নিঃশ্বাস মুক্ত বাতাসে,
কিন্তু হায়! এখন নেই সেই দিন,
ময়না এখন পরাধীন!
বন্দী ময়নাকে দেখে মায়া হয়,
ধরে বেধে রাখা অন্যায় নিশ্চয়!