আমি চাই না তুমি দূরে সরো,
দূরে চলে যাওয়া কোনও গ্যালাক্সির মত,
তোমাকে চাই কাছে আরও,
চাঁদের সবচেয়ে পাশে থাকা তারার মত।
আমি তোমার আলোয় আলোকিত হতে চাই,
তুমি যে আমার সব, কেন বোঝো না,
তুমি ছাড়া তো আমার কেউ নাই!
ঝরে পড়া পাতার মত হবে জীবন তুমিহীনা!
জীবনানন্দ দাশের সেই কপোতাক্ষ নদের মত চল বয়ে,
আমার বুকের মধ্যখানে, শান্তিতে, সুখে, ধীর লয়ে!