অংক করতে লাগে না ভালো,
কেন যে অংকের জন্ম হল?
সরল লাগে বেশী গরল,
মাথা হয় ব্যথা অবিরল।
অংকের চিন্তায় পালায় ঘুম,
রাত দিন তবু যাই করে অংক ধুম!
কে জানে কবে যে অংক করা হবে শেষ?
অংক করতে করতে জানটা না যায় শেষমেশ!
অংকের জটিল ধাঁধায়,
থাকা যে বড় দায়!