আবারো সেই সন্দেহ

সন্দেহ তার মনে,


এমনভাবে জড়িয়ে আছে তার দিলে,


যেমন করে একটি মশা জড়ায়,


মাকড়শার জালে!


 

আমি যতই চাই,


তার সন্দেহ করতে দূর,


ততই মনে প্রাণে তার,


বাজে অবিশ্বাসের সুর!


 

তার সন্দেহ তাকে চোরাবালির মত খাচ্ছে গিলে,

 

আমি চেষ্টা করতে করতে ক্লান্ত, সবই গেছে বিফলে!

View kingofwords's Full Portfolio