বিকেলবেলা মাঠের মাঝে ছেলেগুলি,
মেতে আছে আজব খেলায় নাম ডাংগুলি!
ডাংগুলি খেলে আর কত মজা পায়!
তাদের খুশী দেখে আমার প্রাণটা জুড়ায়!
আমিও খেলতাম ডাংগুলি ছিলাম ছোট যখন,
নেশার মত ছিল ডাংগুলি খেলা তখন,
একবার শুরু হলে চলতেই থাকত খেলা,
খেয়ালই করতাম না কখন যে গেল কেটে বেলা!
ডাংগুলি খেলা আমাদের ঐতিহ্যেরও অংশ বটে,
যুগে যুগে আসছে চলে এই খেলা বাংলার মাঠে ঘাটে!