দেখো! দেখো! চড়ুই পাখীর কি তেজ!
গ্রিলে বসে নাড়ায় লেজ!
আমায় দেখায় লেজ তার!
দেখেছ কি আজব কারবার!
আমি রেগে যাই কাছে তার,
তবুও করে না সে একটুও কেয়ার,
হাত বাড়িয়ে ধরতে চাই,
অমনি যায় উড়ে, দূর ছাই!
মনে মনে ভাবি পরে,
রাতের বেলা চড়ুইটাকে ফেলব ধরে!