কৃতদাস আজ হাসে,
হাসে গগনবিদারী উল্লাসে!
এতদিন সে আছড়ে পড়েছে অবিরত,
খাঁচায় বন্দী ময়না পাখীর মত।
আজ সে ঊর্ধ্বাকাশে উড়ন্ত সেই ঈগলের মত,
বন্ধনমুক্ত নদীর ঢেউয়ের মত,
চঞ্চল বাতাসের মত স্বাধীন,
নয় সে আর চিড়িয়াখানার বাঘের মত পরাধীন।
কারণ অত্যাচারীর মুখোশ হয়েছে উন্মোচন,
তাইতো কৃতদাস আনন্দের ভেলায় ভাসছে এখন!