ছুটেই চলেছি পাগলা ঘোড়ার মত,
জন্মের পর থেকে অবিরত,
আমি জানি উদ্দেশ্য কি আমার?
মৃত্যুপথযাত্রীর মত অদম্য ইচ্ছা গন্তব্যে যাবার!
আমি জানি আমি পারব,
আমি জানি সেই ধ্রুবতারা ছিনিয়ে আনব,
যে তারার পানে ঈগলের মত শাণিত দৃষ্টি আমার!
অনেক স্বপ্ন মনে সে তারার মালিক হবার।
অদম্য মানসিক শক্তির জোরে,
হাসব আমি উল্লাসে সেই আরাদ্ধ প্রহরে!