শীতের শীতল বাতাস,
যেন একটা ত্রাস!
এসে গায়ে লাগে যখন,
মনে হয় বরফের মতন!
এতো ঠাণ্ডা পড়েনি গত শীতে!
ঠাণ্ডা অনেক যায় বেড়ে রাতে,
হাত পা ধুতেও লাগে ঠাণ্ডা ভীষণ!
কি আর করা! শীতই তো এমন!
শীতকালের ভাপা পিঠা লাগে চমৎকার,
গরম গরম পিঠা ছড়ায় সুমিষ্ট ধোঁয়ার বাহার!