কষ্টের অর্থ

কেউ কষ্টে ঝড়ে দুমড়ে, মুচড়ে যায়,


উপড়ে পড়া গাছের মত,


কেউ প্রবল বন্যায় একাকী দাঁড়িয়ে থাকা,


বাড়ির মত কষ্ট সহ্য করে এগিয়ে যায় অবিরত!


 

লেখকেরা নাকি কষ্ট পেলে ঘটে মেধার বিস্ফোরণ!


এ কথা নাকি যে কোনও সৃষ্টিশীল মানুষের ক্ষেত্রেই খাটে,


হোক সে চিত্রশিল্পী, গায়ক কিংবা নায়ক,


কথাটি একেবারে অযৌক্তিক নয় বটে!


 

এ কথা ভুললে কি চলে- স্বর্ণ হয় খাঁটি পুড়ে!

 

কষ্ট অভিশাপ নয়, কখনও আশীর্বাদও হয় সময়ের ফোঁড়ে!

View kingofwords's Full Portfolio