রোদ ছুঁলো তোমায়, মিষ্টি বাতাসও ছুঁলো, কিছু বললে না!
একটু পরে রঙিন প্রজাপতি করল চুম্বন সোহাগে,
তাও কিছু বললে না!
আমি চুমু খেতে চাইলাম তোমায়, তখনই গেলে রেগে!
আমাকে কি এখনও তোমার বিশ্বাস হয় না?
আমিতো মিথ্যুক মীর জাফর কিংবা কপট ইয়াগো নই,
নই হৈমন্তীর স্বামীর মত মেরুদণ্ডহীন,
পাবে মোরে পাশে সদা বেহুলার লখিন্দরের মতই!
গর্ব করেই বলি এই রোম্যান্টিক ক্ষণে- আমি প্ল্যাটনিক প্রেমে বিশ্বাসী,
তোমার শারীরিক সৌন্দর্যকে নয়, তোমার সুন্দর মনটাকে ভালোবাসি!