ছোট কবিতা

ছোট কবিতা আকারে হলেও ছোট,


এর মর্যাদা আকাশের মত উঁচু, নয় খাটো,


ছোট কবিতা ছোট মুক্তার মত,


তবে তার মহিমা সর্বময় বিস্তৃত!


 

এমনই কালজয়ী ক্ষমতা একটি ছোট কবিতার,


একটি উপন্যাসও মানতে পারে হার,


আসলে শব্দের বাহারে নয়,


মর্মেই লেখা মৃত্যুঞ্জয়ী হয়!


 

ক্ষুদ্র হতেই বিশাল নেয় রূপ,

 

ক্ষুদ্র শিশির বিন্দুর মতই তার স্বরূপ!

View kingofwords's Full Portfolio