মাঝে মাঝে মনে হয় বেশ্যার সাথে শুই,
রাতের গায়ে যেমন আছড়ে পড়ে দিন,
সাগরের ঢেউ যেমন পায় আশ্রয় সৈকতে,
তেমন করে হই পাপে বিলীন!
স্বর্গের সেই শয়তান হয়তোবা দেয় খোঁচা মোর মনে,
হাওয়াকে ফুসলিয়ে করেছিল উদ্দেশ্য হাসিল যেমন,
আমি বুঝি কোনটা ভালো আর মন্দ কোনটা,
তবুও পাপে চায় দিতে সাড়া আমার মন!
প্রজাপতি যেমন নানা ফুলের স্বাদ করে গ্রহণ,
আমারও ইচ্ছে হয় করি নানান নারীর দেহে বিচরণ!