আমার স্ত্রীর রূপলাবণ্য,
এক কোথায় অনন্য,
তার রূপের এমনই বাহার!
স্বর্গের পরীরাও মানে হার।
আমি তাকে পরম আদরে বুকে জড়িয়ে ধরি,
ঠিক ঐ কোলবালিশের মত, মুহুর্মুহু চুম্বন করি,
তার স্তনে, গোলাপের পাপড়ির মত ঠোঁটে,
তার রেশমের মত কোমল গালে, ললাটে।
পাহাড়ের ঐ ঝরনার হয় মিলন যেমন সাগরের সাথে,
আমিও তার সাথে মিলেমিশে হই একাকার কাল নিশীথে!