কাঠবিড়ালি! কাঠবিড়ালি!
নাচো কেন খালি খালি?
তোমার লেজটা অনেক সুন্দর,
দেখলে আমার জুড়ায় অন্তর।
তুমি যখন ছোট দাঁতে পেয়ারা খাও চিবিয়ে,
আমি মুগ্ধ হয়ে তখন রই তাকিয়ে,
তিরিং বিরিং লাফিয়ে বেড়াও ডালে ডালে,
সকালে আর বিকালে।
কার কাছে শিখেছ নাচ তুমি?
বল আমায়, শিখতে চাই আমি!