তোমার সকল কষ্ট দূর করে দেব আমি,
রইবে না কষ্টের ছিটেফোঁটা তোমার মনে একেবারেই,
মঙ্গাক্রান্ত এলাকার মানুষ যেমন খায় থালা চেটেপুটে,
তেমনি করে তোমার দুঃখের সমুদ্র যাবে ফুরিয়ে মুহূর্তেই!
বিনিময়ে আমি তোমার হরিণীর মত দেহ চাই না,
চাই না তোমার বাবার ধন সম্পত্তি যত,
আমি তোমায় শর্তহীনভাবে ভালোবাসি বলেই,
তোমার কষ্টগুলোকে মিলাতে চাই হাওয়ায় মেঘের মত!
তোমার মুখে যদি পদ্মফুলের মত হাসি ফুটে,
তাতেই আমারও দুঃখ যত যাবে নিমিষে কেটে!