লিখলে আনন্দ মিলে,
মন বেলুনের মত হালকা লাগে!
সত্যি বলছি! এ নয় কথার কথা!
চিত্ত যেন মেঘ হয়ে আকাশে ভাগে!
পাথরের সাথে পাথর ঘষলে,
যেমন ক্ষয় হয় নিশ্চয়,
তেমনি করে আমার মনের কষ্ট হয় ক্ষয়,
বাক্যের যাতায় পিষ্ট হয়!
একেকটি বাক্য হয়ে উঠে একেকটি বুলডোজার!
দাঁড়াবে কষ্ট মুখোমুখি! সাধ্য কি আছে তার?