দেখ রে দেখ! সঙ এসেছে সঙ!
রকমারি পোশাক পরে করছে ভীষণ ঢং!
দুই গালে তার সাদা পাউডার,
নাকে দেখ টমেটো আবার!
বানরের মত লাফায় সে,
হাসে আনন্দে আর উল্লাসে,
গ্রামের লোকে দেখছে,
আর হা হা করে হাসছে!
সঙের ঢং-এ মজেছে সবে আজ,
ঢং দেখতে এসেছে সবে ফেলে সকল কাজ!