বোন খেলে একটি খেলা,
নাম তার কুতকুত!
আঁকা ঘরে এক পায়ে পাথরের টুকরা ঠেলে ঠেলে,
একি খেলা অদ্ভুত!
আমায় বলে ‘আয় তোকেও শিখিয়ে দেব’,
আমি বলি ‘না না, এ খেলা শিখব না আমি!’
বুঝি না আমি কুতকুত খেলে কি যে মজা পায়!
মনে হয় এ শুধু অহেতুক সময় নষ্ট করার পাগলামি!
বোনের সাথে তর্কে জয়ী হওয়া সহজ নয়,
আমার সেই ফুটবলই ভালো পরিশ্রমে খেলতে হয়!