আমি অন্ধের মত করেছি বিশ্বাস তোমায়,
তোমার প্রতিটি কথা, প্রতিটি আচরণে,
কখনও ওথেলোর মত করিনি প্রশ্ন,
কখনও আসতে দেইনি সন্দেহ মনে।
তোমাকে সীতার মত পরীক্ষা দিতে হয়নি,
কারণ শিশুর যেমন থাকে মাতৃক্রোড়ের উপর বিশ্বাস,
তেমনই ছিল আস্থা মোর তোমার উপর,
কিন্তু বালির ঘরের মত গেল তা ভেঙ্গে, হল সর্বনাশ!
তুমি আমার হৃদয় খুঁচিয়ে করলে রক্তাক্ত কেন?
আমার ভালোবাসায় তো ছিল না খুঁত কোনও!