এড়ানো কি কভু যায়,
বিবেকের দায়?
যাই করি না কেন সারাদিন,
হতে হয় ঠিকই বিবেকের সম্মুখীন!
ভালো কিছু করলে স্বর্গ হতে সুমিষ্ট হাওয়া এসে করে,
স্পর্শ মোর গাল প্রেমিকার মত সোহাগভরে!
মনে হয় জীবন মানেই তো ভালো কাজ করে যাওয়া,
জীবন মানেই তো ফুলের মত ক্ষণিকের আসা যাওয়া!
তবে কেন এতো লোভ লালসা আর হিংসার আগ্নেয় শিখা?
তবে কেন মনের পটে এতো নিরর্থক স্ববিরোধী ছবি আঁকা?