থাকত যদি দারিদ্র্য জাদুঘরে,
জয়নুল আবেদিনের ছবির মত,
ড. মুহাম্মদ ইউনূসের মত বিশ্বাস করি,
একদিন না একদিন হব মোরা দারিদ্র্যমুক্ত!
দারিদ্র্য একটি রোড রোলারের মত,
করে চলেছে কোটি কোটি প্রাণ পিষ্ট,
জীবন তাদের কাছে একটি কালসাপ যেন,
অনাহার আর অসুখ বিসুখে অতিষ্ঠ।
দারিদ্র্য চায় না কেউ কোনোদিন,
চায় সকলে পেতে একটি জীবন রঙিন।