কেন কুহকিনীর মত ডাক?
ডেকে আবার দূরে থাকো!
তোমার ছলনা ক্লিওপেট্রাকেও মানাবে হার!
মায়ার জাল ছিন্ন করে বল না তুমি আমার!
আমার ভালোবাসা গ্রীষ্মের আকাশের মত পরিষ্কার,
কেন যে তুমি করো হতাশ আমায় বারবার?
রাস্তায় পড়ে থাকা কাগজের মত নই আমি,
যে ইচ্ছে মত দেবে ছুঁড়ে মুহূর্তেই তুমি!
আমি চাই তুমি জড়িয়ে ধরো আমায় ভালোবেসে এ ক্ষণে,
যেমন করে মৃত্যুপথযাত্রী প্রেমিকে আগলে রাখে প্রেমিকা সযত্নে!