কত কবির জন্ম দিল নদী

কত কবির জন্ম দিল নদী,


কত অজানা রহস্যের সম্ভার,


দিল বিছিয়ে কবির নয়নসমুখে,


কত জন্ম হল হীরার মত পঙক্তিমালার!


 

নদী বয়ে যায় সাপের মত,


কখনও মনে হয় বটের গায়ে লতা যেন,


কখনও গাঁয়ের সুন্দরী বধূর মত লাগে তারে,


রূপের এক অপূর্ব খনি মনে হয় কখনও!


 

নদীর পার কভু ভাঙে, কভু হয় সৃষ্টি,

 

এই অন্তহীন খেলা এড়ায় না কবির দৃষ্টি!

View kingofwords's Full Portfolio
tags: