কাকতাড়ুয়া [Bangla Rhyme]

ক্ষেতের মাঝে ভূত দাঁড়িয়ে,


ওরে বাবা রে!


ঐ দেখ আছে এদিক চেয়ে!


কোথায় ভূত? দেখা আমারে!


 

তুই কি পাগল নাকি?


দেখছিস না ঐ যে দাঁড়িয়ে!


এটা কে কি ভূত বলে? বল দেখি?


কাকতাড়ুয়া আছে দু হাত ছড়িয়ে!


 

কাকতাড়ুয়া বলে কাকে?

 

তাড়ায় যে কাক তাকে!

View kingofwords's Full Portfolio
tags: