দেখো ঐ নীল আকাশ,
সেথায় করে অনেক কিছু বাস,
আছে তারা, আছে চাঁদ,
আছে ধূমকেতু, ব্ল্যাকহোলও যায় না বাদ।
সূর্য দেয় আলো ঐ আকাশে,
হাজারো গ্রহ ভাসে,
আকাশ ছোঁয়া সম্ভব নয় কভু,
মানুষের ইচ্ছার নেই শেষ তবু!
আকাশ কেন নীল হল?
জানো কি তা, জানলে বল?