কাক [Bangla Rhyme]

কালো কাক করে কা কা,


কা কা-র শব্দে যায় না থাকা,


একটু পরপর,


বসে তারের উপর।


 

আগে কাক দেখলেই রাগ লাগত,


স্যারের কথার পর রাগ নেই সত্য!


একদিন তিনি বললেন কাক খুব উপকারী,


আবর্জনা খেয়ে প্রকৃতিকে রাখে পরিষ্কার ভারী!


 

আমি ভাবলাম কথাটা একশত ভাগ সঠিক!

 

কাক না থাকলে কি যে হত জানেন আল্লাহ্‌ মালিক!

View kingofwords's Full Portfolio
tags: