সবুজ শাড়িতে লাগছিল তোমায় অপূর্ব!
যেন প্রকৃতিকে রয়েছ জড়িয়ে পরম আদরে,
যেন ক্ষণিকের জন্য তুমিই প্রকৃতি হয়ে গেছো!
আমি অপলক রইলাম চেয়ে মুগ্ধতাভরে!
আমি মনে মনে চিন্তা করছিলাম,
তোমার শাড়ির রংটা কিসের সাথে মেলে?
একবার ভাবি- গাছের পাতার সাথে,
পরক্ষণে মনে হয়- দেখেছি এ সবুজ আমি হরিয়ালে।
সে যাই হোক না কেন, তুমি সুন্দরের সুন্দর!
তুমি আছো তাই পাখী হয়ে বেড়ায় উড়ে মোর অন্তর!