মেজাজটাই করে দিল খারাপ!
কিচ্ছু লাগে না ভালো,
মনের ভেতর আগুন জ্বলে,
কেন সে আগুন জ্বালালো?
একবার মনে হয় গিয়ে দেই বকা,
আবার মনে হয় থাক,
শত হোক আমার বন্ধু সে,
ঝগড়া একটু তো হবেই টুকটাক!
কয়েকদিন তার সাথে কথা বলব না,
দেখি তার ব্যবহার ঠিক হয় কি না!