ক্ষুধা

সে ক্ষুধার্ত অভুক্ত সিংহীর মতন,


তাইতো আমার কথা পড়ল মনে আবার,


আবারো সেই কাম উঠল জেগে,


আবারো আকুল বাসনা তাকে একান্তে পাবার।


 

সে সাফল্যের মত ধরা দিয়েও দেয় না!


এভারেস্টের চুড়ায় জমে থাকা বরফের মত,


অহংকারী সে, আসবে না সহজে কারো হাতে,


তবে আমার ভালোবাসার জাদুতে সে আসবেই সত্য!


 

বৃষ্টির স্পর্শে জাগে ধরণী যেমন,

 

আমার স্পর্শে জাগে তার প্রাণ তেমন!

View kingofwords's Full Portfolio