হারিয়ে ফেলা ভালোবাসা

হারিয়ে ফেলা ভালোবাসার খোঁজে,


হয়েছি সদ্য প্রেমে পড়া প্রেমিকের মত কি যে!


বোঝাবো তা কেমনে কারে?


কেউ কি কভু বুঝবে আমারে?


 

গয়নাগাটি হারালে যায় পাওয়া ফিরে,


হারানো ভালোবাসা কেমনে পাব ফিরে?


কেমনে আমার মনের মানুষের সাথে হবে মিলন?


হয়েছে আমার অবস্থা মুমূর্ষু রোগীর মতন!


 

অতীতকে মুছে ফেল মন থেকে, তাকা ভবিষ্যতের পাণে,


অতীত কি চকে লেখা লাইন যে যায় মুছা একটানে? 

 

View kingofwords's Full Portfolio