তাল গাছ দাঁড়িয়ে সদা,
এক পায়ে,
পাতা যেন চুল তার!
বৃষ্টি দেয় ধুয়ে!
তাল গাছে তাল ধরে,
বেশ মিষ্টি খেতে,
কাঁচা তালও যায় খাওয়া,
তালের বিচি নিয়ে হাতে।
পাকা তাল পড়ে যখন গাছ হতে,
যাই দৌড়ে মোরা তাল কুড়াতে!