প্রেমহীন পথে হাঁটতে হাঁটতে,
হঠাৎ মনে হল তোমার কথা,
তোমার রাজকুমারী ডায়ানার মত মুখ,
তোমার লাজে কেঁপে কেঁপে ওঠা চোখের পাতা!
তুমি চলেই গেলে এক ঝলকে,
আকাশের বজ্রের মত,
যদিও খুব একটা দূরে নও,
তবুও হলাম যারপরনাই আশাহত।
তুমিতো জানতে আমার মনের চরে,
কত প্রেম ছিল জমা শুধুই তোমার তরে।