চলে যাব বহু দূরে,
এই চেনা-অচেনা স্থান ছেড়ে,
চলে যাব সেই পুরনো জায়গায়,
যেথায় মানসিক প্রশান্তি পাওয়া যায়!
মন যদি শান্তি না পায়,
তবে শরীর শান্ত হবে না বলা যায়,
মানসিক শান্তি যে সবচেয়ে বড়,
এ কথা তো জানে সবে, সত্য চির!
হয়তো বা কভু আসব কদাচিৎ এই চেনা-অচেনা শহরে,
কোনও এক পূর্ণিমায়, অথবা কোনও কাক ডাকা ভোরে!