তোমার আলিঙ্গন যেন স্বর্গের আরেক নাম!
আমি পরিশ্রান্ত হয়ে যখন হই আবদ্ধ তোমার বাহু বন্ধনে,
সাথে সাথে কোনও এক ঔষধের মত কাজ করে তা,
আমি যেন আর আমি নই, যেন দেবদূত কোনও এখানে!
আমার যত দুশ্চিন্তা নিমিষে হয় হাওয়া,
মুখের ভেতরে দেওয়া বাতাসার মতন!
তুমি দু নয়ন বন্ধ করে আমায় আগলে ধরো যেভাবে,
যেন আমায় পৃথিবীর সব খারাপ হতে করছ রক্ষা করে যতন!
আমার মতন মানুষের ভাগ্যে তোমার মত বধূ পাওয়া,
নিশ্চয়ই ঈশ্বরের আশীর্বাদ, নিশ্চয়ই তাঁর দয়া!