চোখে সামান্য কিছু পড়লেই,
করে অসহনীয় জ্বালা মুহূর্তেই!
এখন বুঝো তবে হে প্রিয়া!
আমার চোখের জ্বালা নিভাই কি দিয়া?
একবার দেখার পরেই এমন অবস্থা আমার!
যেন যুগ যুগ ধরে আমি তোমার!
যেন শত শতবার পুনর্জন্ম হচ্ছে মোদের এই ধরাধামে!
যেমনটা আছে বর্ণিত হিন্দু ও বৌদ্ধ ধর্মে।
ঘুরে ফিরে তোমার মুখ ভাসে মোর দুচোখে, করে ছন্দপতন!
তোমার সুমিষ্ট কণ্ঠ বাজে মোর কানে বারেবারে ঠিক ঐ পেন্ডুলামের মতন!