হায়েনার মত লোলুপ দৃষ্টি নিয়ে,
স্কুল-পড়ুয়া মেয়েটির পাণে যায় প্রতিদিন এগিয়ে,
কখনও অশ্লীল অঙ্গভঙ্গি করে,
কখনও বাংলা সিনেমার মাস্তানদের মত অকস্মাৎ তার হাত ধরে!
কখনও উড়ন্ত চিলের মত একদৃষ্টে তাকিয়ে থাকে,
যেন তাদের লোভাতুর চোখ দিয়ে গিলে মেয়েটির সমগ্র সত্ত্বাকে!
মেয়েটি প্রতিবাদ করতে করতে ক্লান্ত,
এলাকার মানুষও দিশেহারা, পথহারা উদ্ভান্ত পথিকের মত!
কেউ করে না সাহস নিতে আইনের আশ্রয়,
কেউ এগিয়ে এলেও বাকীরা ফিলোমেলার মত বোবা হয়ে রয়,
অনিয়মই যেন নিয়ম হয়েছে আজ,
পশুর চেয়েও অধম এই ইভ টিজাররা, করে গর্হিত কাজ।
কে যে বাঁচাবে এই অসহায় মেয়েদের?
কে যে করবে রক্ষা তাদের সতীত্বের?
কে যে হবে একিলিসের মত বিদ্রোহী?
কে যে বাজাবে “দ্যা টিন ড্রাম”-এর অস্কারের মত ঢোল, ত্রাহি ত্রাহি!
আমি সেই দিনের অপেক্ষায় আছি এই ভবে,
যবে ইভ টিজাররা সমাজ হতে অদৃশ্য হবে,
ব্ল্যাকহোলের ভিতর সব হারায় যেমন চিরতরে জাদুর মত!
আর কত মেয়ে অকালে দেবে প্রাণ, আর কত ঝরবে কান্না, আর কত?