সহজ কথা কি যায় সহজে বলা?
সহজ কি সহজ পথে চলা?
সহজে মিলে না কঠিন কিছু!
পেতে হলে লাগতে হয় পিছু!
সহজ কথা সহজে বললে,
লোকে তখন ‘বেয়াদব’ বলে,
সমাজের নিয়ম বেশ অদ্ভুত,
সবখানেই ধরে খুঁত!
সত্য কথাও যায় না সহজে বলা,
বড়ই কঠিন সমাজের পথে চলা।