হুমায়ূন আহমেদ, বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র,
যেন এক সাক্ষাত রাজপুত্র!
জীবিতাবস্থায় দিনের পর দিন কলম চালিয়েছেন,
অবিস্মরণীয় সকল সাহিত্যকর্ম সৃষ্টি করেছেন!
উপন্যাস, গান, নাটক, চলচ্চিত্র- কোথায় নেই তিনি,
বাংলাদেশ তাঁর পাহাড়ের মত সুউচ্চ সৃষ্টিকর্মের জন্যে ঋণী,
হুমায়ূন আহমেদ ছিলেন, আছেন, রবেন চির অম্লান,
প্রতিটি সাহিত্য প্রেমীর মনে ঝিনুকের বুকে মুক্তোর মত হবে তাঁর স্থান।
হুমায়ূন আহমেদ এলেন, দেখলেন এবং করলেন জয়,
যদিও নেই তিনি সশরীরে, তবুও করছে তাঁর সৃষ্টি আজ দিগ্বিজয়!