আর কত লাশ পড়লে তোদের ঘুম ভাঙ্গবে?
আর কত রক্ত ঝরলে তোদের বিবেক জাগবে?
আর কত ঘৃণার সমুদ্র উপচে পড়লে তোরা বুঝতে শিখবি?
আর কত মায়ের কোল খালি হলে তোরা মন থেকে কাঁদবি?
আর কত নিরীহ পথিক প্রাণ হারালে তোরা রক্তের হলিখেলা থামাবি?
আর কত নিষ্পাপ শিশুর আর্তচিৎকারে তোরা আসলেই শুনতে পাবি?
আর কত অশ্রুর নদী বয়ে গেলে তোরা মানবিক হবি?
আর কত মানুষের মন পুড়ে কয়লা হলে তোরা হুঁশ ফিরে পাবি?
আর কত দিন গেলে তোরা মানুষ হবি?
আর কত কষ্ট পেলে তোরা কষ্টের মর্ম বুঝবি?