বোনের মাথায় উকুন!
চিরুনি দিয়েও যায় না,
সারাক্ষণ চুলকায় মাথা,
উকুন যে আর কমে না!
কেউ বলে এই শ্যাম্পু কর ব্যবহার,
কেউ বলে সেই ক্রিম লাগাও,
সব চেষ্টা করার পরেও হয় না কাজ কোনও,
আমি বলি মাথা কর ন্যাড়া আর উকুন ভাগাও!
আমার এই কথা শুনে,
উঠে বোন জ্বলে তেলে বেগুনে!