আমার এক মামা আছে,
নাম তার কিপটে,
যদি করি আবদার কোনও,
তখনই যান চলে হেঁটে!
কিপটে মামার স্বভাব জানে সকলে,
ওনার কিপটেমী তবু কমে না,
কারো কথাই নেন না কানে কভু,
কত জনে করল কত সমালোচনা!
কিপটে মামার কিপটেমী বেড়েই চলে,
করি দোয়া কেউ যেন আর তাকে কিপটে না বলে!