খাঁচার ভেতর ময়না,
কেন কথা কয় না?
মনে হয় পেটে ক্ষুধা,
খাবার দিলে দেয় বাধা!
হয়তো সে অসুস্থ আজ,
ভাবলাম মনে মনে করি এক কাজ,
নিয়ে যাই বাইরে খাঁচাসহ তাকে,
দেখুক ঐ নীল আকাশটাকে।
যেমন ভাবনা তেমন কাজ,
আকাশ দেখে ময়না অনেক খুশী আজ!