হে স্বর্গের পরী, তুমি কোথায়?
কতদিন দেখি না তোমায়!
যে আমি না দেখে তোমায় এক পলক পারি না থাকতে,
অসহ্য নারকীয় যন্ত্রণায় হচ্ছে আজ পুড়তে!
খাবার দাবারে আমার অনীহা অতি,
পেঁচার মত নির্ঘুম রাত কাটিয়ে করছি নিজের ক্ষতি,
কিন্তু মন যে আর মানে না!
রোমিওর মত হয়েছে হাল আমার, জুলিয়েট ছাড়া বাঁচি না!
স্পর্শফোনেও যদি একটিবার কথা হত,
তবে মনের জ্বলন্ত অগ্নিগিরিকে থামাতে পারতাম অন্তত!