তুমি এড়িয়ে চললে মনে হয় যেন হাবিয়া দোযখে আছি!
যেন আমি শ্মশানে পোড়া লাশের মত ছাই হয়ে গেছি!
যেন আমার বুক চিড়ে কেউ বের করে নিয়েছে হৃদয়,
যেন মস্তিষ্কে অনবরত রক্তক্ষরণ হয়।
জীবন যায় থমকে তুমি এড়িয়ে চললে,
দাঁড়িয়ে থাকা গাড়ির মত ট্রাফিক সিগন্যালে,
মনে হয় পৃথিবী উল্টো ঘুরছে!
মনে হয় কেয়ামত শুরু হচ্ছে!
তোমার এড়ানো আমার সহ্যের বাইরে,
আমার স্বপ্নের প্রাসাদ মুহূর্তে যায় ধুলোয় মিশে একেবারে!