আমি কান পেতে রই

তোমার মধুর কণ্ঠে মাতোয়ারা হতে,


তোমার তীক্ষ্ণ কিন্তু সুন্দর কণ্ঠে মন মাতাতে,


আমি কান পেতে রই,


কারণ সুধার মত লাগে তোমার সুমিষ্ট কণ্ঠ ঐ!


 

যখন যাই বল না কেন,


সবই এন্টিবায়োটিক যেন!


যেন সকল বিষাদ, ক্লান্তি ও দুশ্চিন্তা আমার,


জাদুর মত নিমিষেই হয় হাওয়া, কি আজব কারবার!


 

তাইতো বলি বারেবারে- তোমায় ছাড়া বাঁচা সম্ভব নয় আমার,

 

তুমি আমার অক্সিজেন, একমাত্র অবলম্বন বেঁচে থাকার!

View kingofwords's Full Portfolio