“স্রষ্টা ফল দিয়েছেন যেন আমরা ক্ষুধা নিবারণ করতে পারি। একইভাবে তিনি ফুল দিয়েছেন যেন প্রয়োজনে তা কাজে লাগানো যায়। ফল যেমন গাছে সুন্দর আবার ঝুড়িতেও সুন্দর, তেমনি ফুল গাছে সুন্দর আবার প্রেমিক বা প্রেমিকার হাতেও সুন্দর! আমি বিনীতভাবে দ্বিমত পোষণ করি যারা বলেন যে ফুল শুধু গাছেই শোভা পায়। ফল যেমন গাছেই রেখে দিলে নষ্ট হয়ে যাবে, তেমনি ফুলও ব্যবহৃত না হলে অযথাই নষ্ট হবে!”
- মো. জিয়াউল হক