Md. Ziaul Haque’s Quotes [মো. জিয়াউল হক এর উক্তি]

 

ইন্টারনেটে একটি ছবি আছে যেখানে ১ম জন দেখেন 6 [৬], ২য় জন বিপরীত দিক থেকে সেই একই সংখ্যাকে দেখেন 9 [৯]! কে সঠিক? ঐ ছবিটিতে লেখা “Just because you’re right doesn’t mean I’m wrong” এই শব্দগুলো বোঝায় যে উভয়ই সঠিক। কিন্তু, আমি দ্বিমত পোষণ করি! এটি একটি ভ্রান্ত যুক্তি বা ভুল। ইংরেজিতে 6 দেখতে 9 এর মতো কিন্তু 9 না। তবে, ইংরেজিতে 0 [শুন্য] এবং 8 [আট] উভয় দিক থেকেই একই দেখায়। এটি 6 নাকি 9 তা নির্ভর করছে লেখকের উপর। আমি যদি কাগজে 6 লিখি, তাহলে সত্য হচ্ছে যে আমি প্রথমে 6 লিখেছি। এটিকে আমি অস্বীকার করতে পারবো না। যদি আমি মিথ্যে বলি যে আমি 9 লিখেছি, তবুও আমার মন জানে যে আমি 6 লিখেছি। সুতরাং, 6-ই সত্য থাকে। একইভাবে, আমি একজন মুসলিম হিসেবে এটি সত্য বলে বিশ্বাস করি স্রষ্টা ১ জন, অন্য ধর্মের কেউ বলেন দেব-দেবী অনেকজন, অন্য কেউ বিশ্বাস করেন স্রষ্টা বলতে কিছুই নেই ইত্যাদি। ঠিক ঐ 6 এবং 9 এর মতো, এ সকল বিশ্বাস একসাথে সত্য হতে পারে না! শুধুমাত্র ১টি সত্য এবং অন্যগুলো মিথ্যা। এটি মহৎ কর্ম যে আমরা সবাই এই সুন্দর পৃথিবীতে ভ্রাতৃত্ববোধ বজায় রেখে যার যার ধর্ম পালনের মাধ্যমে চরম সত্যের অনুসন্ধান করছি!

View kingofwords's Full Portfolio
tags: