“সাধারণত, ‘প্রকৃতি’ মানে গাছপালা, জীবজন্তু, দৃশ্যপট ও অন্যান্য উপাদান এবং উৎপন্নদ্রব্যকে বোঝায় যেসবের অবস্থান মানুষের বিপরীতে। কিন্তু, আমার মনে হয় আমরা, মানুষরা, বিরুদ্ধে নই; আমরা কেবল প্রকৃতির অংশই নই, আমরাও প্রকৃতি!”
- মো. জিয়াউল হক